১.-প্রথমে-এই লিংক থেকে-৭.৭ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। (এটি একটি ফ্রিওয়্যার তাই সিরিয়ালের দরকার নেই)
২. এই লিংক এ ক্লিক-করে বাংলা অনুবাদের ফাইলটি (muhiuddinkhan.trans.zip) সরাসরি ডাউনলোড করুন। তর্জমাটি মাওলানা মুহিউদ্দীন খানের করা, যিনি-মারেফুল কোরআন-(বাদশাহ-ফাহাদের পৃষ্ঠপোষকতায় সৌদি সরকার কর্তৃক হাজীদের সরবরাহকৃত বিখ্যাত তাফসির) এর অনুবাদক। কেউ অন্য ভাষার তর্জমা চাইলে-এখানে ক্লিক করে-ডাউনলোড করে নিন।
৩.-আপনার পিসিতে-সোলায়মান লিপি-বা যেকোন ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল থাকতে হবে। না থাকলে-এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর-কন্ট্রোল-প্যানেলথেকে-ফন্ট-ফোল্ডারে পেস্ট করুন।
[সফটওয়্যারটি চালাতে জাভা রানটাইম ইনভায়রমেন্ট দরকার, যদি পিসিতে না থেকে থাকে তবে-এখান থেকে জাভা ডাউনলোড করে-ইন্সটল করে নিন]
৪.এবার সফটওয়্যারটি চালু করে নিচের স্ক্রিণশট অনুসরণ করুন। প্রথমে-Tools>Add>Translation-এ ক্লিক করুন।
৫.বাংলা অনুবাদের-muhiuddinkhan.trans.zip-ফাইলটি হার্ডডিস্ক থেকে সিলেক্ট করে-Open-এ ক্লিক করুন।
৬. Me only-রেডিও বাটনে টিক দিয়ে-OK-করুন।
পর্দায় যে বাংলা দেখা যাচ্ছে-তা-ক্রিস্টাল ক্লিয়ার নয়। আমরা এখন-সোলায়মান লিপি-ফন্ট সিলেক্ট করবো যাতে ঝকঝকে বাংলা পেতে পারি। এজন্য-
৯.Tools-থেকে-Options-এ ক্লিক করুন। এখান থেকে-View-এ ক্লিক করুন, নিচের স্ক্রিণশটের মত পাবেন-
১০.trans_bn_fontName-এর
ঘরে-SolaimanLipi-টাইপ করুন, তারপর একটি কমা (,) দিন যেমন স্ক্রিণশটে
দেখানো হয়েছে।Apply-করে-OK-করুন। পেয়ে গেলেন ক্রিস্টাল বাংলা!
সার্চ করার কৌশল
ধরুন আপনি কোরআন শরীফের “তওবা” শব্দটি কোথায় আছে জানতে চাইছেন। তাহলে
বামদিকের-Search বা-Advanced বক্স-থেকে বাংলায় টাইপ
করুন-তওবা-তারপর-Search-বাটনে ক্লিক করুন।
দেখুন-তওবা-সম্পর্কিত সকল তথ্য এসে গেছে আয়াত নং সহ!
কেউ যদি-অনলাইনে-তেলাওয়াত শুনতে চান তবে-Audio > Recitation-থেকে ক্বারীর নাম সিলেক্ট করুন (আপনার ইন্টারনেট সংযোগ কত গতির সে অনুসারে সিলেক্ট করে নেবনে)
যারা_অফলাইনে_শুনতে চান, তারা_পুরো অডিও (Recitation) প্যাকেজটি-ডাউনলোড করে নিন এখান থেকে